মুখবন্ধ - কবে থেকে কবিতা লিখছি সঠিক মনে নেই, তবে আমার ছোট বেলা থেকে বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ জন্মায় আমার দিদি বীথি গাঙ্গুলী র থেকে। প্রথমে বাংলা গদ্যের রতি অনুরাগ তারপর ক্রমে ক্রমে কবিতার প্রতি ভালবাসা জন্মায়। আমার কৈশোর কেটেছে বিখ্যাত কবি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, কবি শ্রী শক্তি হাট্টোপাধ্যায়, শ্রী পূর্ণেন্দু পত্রী, শ্রী সুভাষ মুখোপাধ্যায়, শ্রী মতি কবিতা সিংহ র মত কবিদের কবিতা পড়ার মধ্য দিয়ে... পরে আরো নানা গুণীজনের সাহিত্য আমার দিগন্ত ব্যাপ্ত করেছে। সকলের নাম উল্লেখ করার পরিসর নেই। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমার কৈশোর যৌবন জুড়ে। তাঁদের কবিতায় শব্দচয়ন আমাকে বিস্মিত কর।